হোম > সারা দেশ > সিলেট

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল নামে। ছবি: আজকের পত্রিকা

সিলেটের বিশ্বনাথে পলো বাওয়া উৎসব হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের দক্ষিণের (বড়) বিলে এ উৎসব হয়। এতে অংশ নেন গ্রামের কয়েক শ মানুষ।

গোয়াহরি গ্রামের ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর মাঘ মাসের প্রথম দিনে পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়। এই মাছ ধরাকে কেন্দ্র করে গ্রামজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়। ধরা পড়ে ছোট-বড় বিভিন্ন ধরনের মাছ।

এ উৎসবে অংশ নিতে গতকাল সকাল ৮টা থেকে মাছশিকারিরা বিলের পাড়ে এসে জমায়েত হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিলের পাড়ে লোকসমাগম বাড়তে থাকে। পূর্বনির্ধারিত সময় সকাল সাড়ে ১০টায় সবাই একসঙ্গে বিলে নেমে শুরু করেন পলো বাওয়া। চলে প্রায় ২ ঘণ্টা।

এদিন গোয়াহরি বিলে গিয়ে দেখা যায়, মাছ শিকার করতে পলো নিয়ে নেমেছেন বিভিন্ন বয়সের মানুষ। যাঁদের পলো নেই, তাঁরা মাছ ধরার ছোট ছোট জাল নিয়ে নেমেছেন বিলে। এ সময় মাছ ধরার দৃশ্য উপভোগ করতে বিলের পাড়ে অনেকে ভিড় করেন।

এবার পাঁচ শতাধিক লোক পলো বাওয়া উৎসবে অংশগ্রহণ করেন। অন্যান্য বছরের তুলনায় এবার বিল থেকে বেশি মাছ শিকার করা হয়েছে।

যুক্তরাজ্যপ্রবাসী সুজন মিয়া বলেন, ‘অনেক বছর পলো বাওয়া দেখিনি। ভাগ্য ভালো, এবার এ উৎসব দেখতে পারলাম। আমার খুবই ভালো লাগছে। পলো দিয়ে মাছ শিকার একটি মজার বিষয়।’

উৎসবে ধরা পড়া ছোট-বড় বিভিন্ন ধরনের মাছ। ছবি: আজকের পত্রিকা

এ ব্যাপারে আয়োজক কমিটির সদস্য ইকবাল হোসেন বলেন, ‘পলো বাওয়া উৎসব আমাদের গ্রামের একটি ঐতিহ্য। আমার কাছে পলো বাওয়া উৎসব খুব মজার। শত ব্যস্ততার মধ্যেও এই উৎসবে আসি। গ্রামবাসী যুগ যুগ ধরে এ উৎসব পালন করছেন।’

সিলেটে নভেম্বরে সড়কে ঝরল ২৫ প্রাণ

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ৪৬, নেই নারী প্রার্থী

সিলেটে জুয়া খেলার সময় আটক ১২

সিলেটে রাত সাড়ে ৯টার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেটে কর্মবিরতিতে শিক্ষকেরা, বার্ষিক পরীক্ষা স্থগিত

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়: বিআরটিএ চেয়ারম্যান

চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জৈন্তাপুরে ১৮২টি ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ২