হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দের ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে অবৈধভাবে আসা ভারতীয় চিনি বোঝাই ১৪টি ট্রাক জব্দের ঘটনায় মামলা করা হয়েছে। আজ শুক্রবার সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) সালাহ্ উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে; আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি। বিআরটিএ থেকে জব্দ করা যানবাহনগুলোর মালিকদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের পর মামলায় আসামিদের নাম অন্তর্ভুক্ত করা হবে। একটু সময় লাগবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে। আগামী রোববারের মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’ 

পুলিশ জানায়, জব্দ করা ১৪টি ট্রাকে ২ হাজার ১১৪ বস্তা ভারতীয় চিনি ছিল; যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬৯ লাখ ১২ হাজার টাকা। ১৪টি ট্রাকে অন্তত ২৮ জন এবং মোটরসাইকেল ও প্রাইভেটকার মিলিয়ে ৩৫ জন চোরাকারবারির সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। 

তবে ১৪টি ট্রাক চিনি চোরাচালানের সঙ্গে সিলেট মহানগর যুবলীগের এক নেতা জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে। চিনির চালানের সঙ্গে জব্দ করা প্রাইভেট কারটিও যুবলীগ নেতার। যুবলীগের ওই নেতা চিনি বোঝাই ট্রাক পরিবহনের দায়িত্বে ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সিলেট সদর উপজেলার উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারত থেকে চোরাই পথে আসা চিনি বোঝাই ১৪টি ট্রাক জব্দ করা হয়। 

এ সময় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল রেখে পালিয়ে যান চোরাকারবারিরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিতে কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে ফাঁড়িপথে উমাইরগাঁও এলাকা দিয়ে চিনির চালানটি ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি ছিল। 

যুবলীগ নেতা জড়িতের বিষয়ে বক্তব্য জানতে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির মোবাইল ফোনে কলা দেওয়া হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, যুবলীগ অনেক বড় সংগঠন। পুলিশ এ ঘটনায় তদন্ত করছে। অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট