হোম > সারা দেশ > সিলেট

সিলেটে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি, বৃদ্ধ নিহত

সিলেট প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মেঘারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর ছেলে ও ভাই আহত হয়েছেন। 

নিহত বৃদ্ধের নাম আব্দুর রাজ্জাক (৬৫)। তিনি একই এলাকার বাসিন্দা। 

নিহতের স্বজন নুরুল হক জানান, দীর্ঘদিন থেকে ইমাম উদ্দিন, মইন উদ্দিন, আফতাব মিয়া, সুরুজ মিয়ার পরিবারের সঙ্গে ২ একর জমি নিয়ে বিবাদ চলছিল আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারের লোকজনের। মেঘারগাঁও মৌজার এ জমি নিয়ে আদালতেও মামলা হয়েছে। আদালত থেকে তিনবার রায় পেয়েছেন আব্দুর রাজ্জাক। সবশেষ এক মাস আগে আদালত রায় দেয় আব্দুর রাজ্জাকের পক্ষে। 

নুরুল হক আরও বলেন, দীর্ঘদিন থেকেই জমির দখলে ছিলেন আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবার। তখন থেকেই তাঁরা জমি চাষাবাদ করে আসছেন। শুক্রবার সকালে এই জমিতে জোরপূর্বক হালচাষ করতে যান ইমাম উদ্দিনসহ তাঁর ভাই-ভাতিজারা। সকাল সাড়ে ৬টার দিকে আব্দুর রাজ্জাক তাঁর ছেলে সিরাজুল ইসলাম ও ভাই তাজুল ইসলাম চাষাবাদে বাধা দিতে যান। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

এতে গুরুতর আহত হয় আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম ও সিরাজুল ইসলাম। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান আব্দুর রাজ্জাক। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে মারামারিতে একজন নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট