হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে অটোরিকশায় যাত্রী তোলা নিয়ে সংঘর্ষ, নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার আগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জিলু মিয়া (৫০), সিএনজিচালক কাদির মিয়া (৩০) ও সিরাজ মিয়া। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। আশঙ্কাজনক অবস্থায় আরও ৪-৫ জনকে সিলেট পাঠানো হয়েছে। বাকি আহতদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার বেলা ১০টার দিকে সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে চালক কাদির মিয়া ও স্ট্যান্ড ম্যানেজার বদরুল মিয়ার মধ্যে বিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 

পরে বেলা ২টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে তিনজন নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। এ ঘটনায় আগুয়া গ্রামে বাড়িঘর ভাঙচুরের খবর পাওয়া গেছে। 

স্থানীয়রা জানান, সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার বদরুল মিয়া ও স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল।

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬