হোম > সারা দেশ > সিলেট

কালবৈশাখীতে গাছের নিচে চাপা পড়ে পথচারীর মৃত্যু

সিলেট প্রতিনিধি

কয়েক দিন ধরে প্রায় প্রতি রাতে সিলেটে আঘাত হানে কালবৈশাখী। এতে লন্ডভন্ড হয় মানুষের ঘরবাড়ি, ভেঙে পড়ে গাছপালা। এ ছাড়ও বিধ্বস্ত হয় বিদ্যুৎ ব্যবস্থা। গতকাল রাতে এভাবেই প্রচণ্ড বেগে সিলেটে আঘাত হানে কালবৈশাখী। এতে মানুষের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি প্রাণহানি ঘটে একজনের।

গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কে কালবৈশাখীতে গাছের নিচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি টিম গাছ সরিয়ে মরদেহ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, কালবৈশাখীতে গাছ ভেঙে ওই পথচারীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্টেশন অফিসার বলেন, রাতে সিলেটের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীতে বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। সিলেট-সুনামগঞ্জ সড়কে সিলেট সদর উপজেলার তেমুখী বাইপাস এলাকায় গাছ ভেঙে পড়ে। এতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে গাছ সরাতে গিয়ে চাপা পড়া অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে মহানগর পুলিশের জালালাবাদ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, কালবৈশাখীতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ওই পথচারী ঝড়ের কবলে পড়েন। তাঁর ওপর গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলে মারা যান।

ওসি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ সরানোর পর নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা

তারেক রহমানের জনসভা: মিছিলের নগরী সিলেট

সিলেটে বিএনপির সমাবেশ শুরু

কানায় কানায় পূর্ণ মাঠ, প্রস্তুত মঞ্চ, অপেক্ষা ‘সিলেটের জামাইয়ের’

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জাতীয় নির্বাচনের আগে শাকসু না হলে শাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা