হোম > সারা দেশ > হবিগঞ্জ

মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল যাত্রীবাহী বাস-ট্রাক

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া বাস ও ট্রাক। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের মহিষদুলং এলাকায় যাত্রীবাহী একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আজ সোমবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মহিষদুলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ট্রাকচালক হলেন সোহেল মিয়া। তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি সম্ভপুর থেকে বাহুবলের দিকে যাচ্ছিল। মহিষদুলং এলাকায় পৌঁছালে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়ে পাশে পড়ে যায়।

পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় ট্রাকচালক সোহেল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেন। এ সময় উত্তেজিত জনতা প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ট্রাকচালকসহ দুজন আহত হয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন