হোম > সারা দেশ > সিলেট

ওসমানীনগরে বাড়ছে জ্বর-সর্দি-কাশির প্রকোপ

প্রতিনিধি

ওসমানীনগর (সিলেট): সিলেটের ওসমানীনগর উপজেলার ঘরে ঘরে জ্বর-সর্দির প্রকোপ দেখা দিয়েছে। গত কয়েক থেকে উপজেলাজুড়ে কয়েক হাজার মানুষ ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। হঠাৎ এই প্রকোপ বেড়ে যাওয়ায় করোনার আতঙ্কে ভুগছেন স্থানীয়রা।

কমিউনিটি ক্লিনিক ও বেসরকারি বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে যোগাযোগ করে জানা যায়, চিকিৎসাসেবা নিতে আসা শিশুসহ সব বয়সের মানুষই জ্বর-সর্দির সঙ্গে ও প্রচণ্ড মাথা ব্যথায় ভুগছেন। অনেকেই আবার সারা শরীরে ব্যথা হওয়ার কথা জানিয়েছেন। অসুস্থ হওয়া অধিকাংশের বয়স ২০-৪৫ এর মধ্যে।

গত ১৫ দিনে ওসমানীনগরের শতাধিক রোগীকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। পরবর্তীতে তাঁদের মধ্যে বেশ কয়েকজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।

বালাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা (ওসমানীনগর অতিরিক্ত দায়িত্বে) ডা. এস এম শাহরিয়ার জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক জ্বরের রোগী পাওয়া যাচ্ছে, যা অন্য যে কোনো সময়ের চেয়ে ৬০-৭০ ভাগ বেশি। তাঁদের অনেকের মধ্যে করোনার উপসর্গ রয়েছে। কিন্তু বেশির ভাগ রোগীর করোনা পরীক্ষায় অনীহা থাকায় তাঁরা করোনায় আক্রান্ত কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। অথচ তাঁদের মধ্যে করোনার প্রচলিত লক্ষণগুলো ছিল না বললেই চলে।

উল্লেখ্য, ওসমানীনগরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১০ জন। এর মধ্যে মারা গেছেন ৮ জন।

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন