শ্রমিকদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহার, পুলিশি হয়রানি বন্ধ ও বিভিন্ন সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকেরা।
আজ সোমবার রাতে শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের সঙ্গে সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারে ঘোষণা দেন তাঁরা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজীব আলী জানান, প্রশাসনের সঙ্গে বৈঠকে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। মানুষের দুর্ভোগ ও সার্বিক দিক বিবেচনায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এর আগে দিনভর গণপরিবহন না চলায় চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হয় এসএসসি পরীক্ষার্থীসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষকে।