হোম > সারা দেশ > সিলেট

গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্রগুলো শর্তসাপেক্ষে খুলে দেওয়া হলো

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্রগুলো শর্তসাপেক্ষে খুলে দেওয়া হয়েছে। উল্লেখিত শর্তগুলো প্রতিপালনের মাধ্যমে আজ রোববার দুপুর থেকে পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন।

এ বিষয়ে গত শুক্র ও শনিবার দুই দফা জাফলং ট্যুরিস্ট স্পট সরেজমিন পরিদর্শন করে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি দল। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানা, ট্যুরিস্ট পুলিশ দল ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম।

এ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গোয়াইনঘাট উপজেলার সব কটি পর্যটনকেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের একটি প্রতিনিধিদল কয়েক দফা পরিদর্শন করে। জাফলং পর্যটন স্পটে নৌ চলাচল রুটে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সব বোটমালিক, নৌচালক ও মাঝিদের যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেটের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

ইউএনও আরও বলেন, জাফলংয়ে পিয়াইন নদীর পানির গভীরতা ও স্রোত বিবেচনায় সাঁতার জানে না এবং ১২ বছরের কম বয়সীদের নিয়ে জাফলং ট্যুরিস্ট স্পটে নৌকায় চলাচল করা যাবে না। ট্যুরিস্ট পুলিশকে পর্যটন স্পটে পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা বিধানের জন্য বলা হয়েছে। উল্লিখিত শর্তসাপেক্ষে সব কটি পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা