হোম > সারা দেশ > সিলেট

কুলাউড়ায় মস্তিষ্কবিহীন নবজাতকের জন্ম, ১০ মিনিট পর মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় মস্তিষ্কবিহীন এক নবজাতকের জন্ম হয়েছে। জন্মের ১০ মিনিট পর এ নবজাতকটি মারা যায়। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজারে অবস্থিত বেসরকারি মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে এ নবজাতকের জন্ম হয়।

মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. সালাহ উদ্দিন জানান, উপজেলার বরমচালের উত্তরভাগের বাসিন্দা মো. মিসবাহ উদ্দিনের স্ত্রী লাকি বেগমের গর্ভাবস্থায় আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় ধরা পড়ে গর্ভের সন্তানটির মস্তিষ্ক অপরিপূর্ণ। এ জন্য গর্ভাবস্থার ২৮ সপ্তাহের মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকটির জন্ম হয়।

তিনি জানান, এনেনকেফালী (মস্তিষ্কবিহীন) নবজাতক জীবিত জন্ম নিলেও জন্মের কিছুক্ষণ পর মারা যায়। এটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কুসংস্কার রয়েছে। যা সম্পূর্ণ ভুল। মূলত গর্ভাবস্থায় মায়ের অপুষ্টি ও অন্যান্য পারিপার্শ্বিক কারণে এনেনকেফালী শিশু জন্ম নিতে পারে। 

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, এনেনকাফালী (মস্তিষ্কবিহীন) এটা জন্মগত ত্রুটি। গর্ভে থাকাবস্থায় শিশুর ব্রেইন ঠিকমতো বেড়ে না ওঠার জন্য এনেনকাফালী নবজাতকের জন্ম হয়। 

এনেনকাফালী নবজাতকের জন্মের কয়েকটি কারণ উল্লেখ করেন ডা. জাকির হোসেন। সেগুলো হলো জিনগত, পরিবেশগত ত্রুটি, কেমিক্যালযুক্ত খাবার গ্রহণ ও তরঙ্গ প্রযুক্তির রেডিয়েশন এফেক্ট, গর্ভাবস্থায় কাঁপুনি রোগের ওষুধ সেবন, ফলিক অ্যাসিড ঘাটতি, উচ্চ মাত্রায় ডায়বেটিস থাকা, অতিরিক্ত ওজন ও গর্ভাবস্থায় বেশি গরম পানিতে বারবার গোসল করা। 

ডা. জাকির হোসেন বলেন, গর্ভের সন্তানের বৃদ্ধির জন্য সচেতন থাকতে হবে। ফলিক অ্যাসিড ঘাটতি পূরণে ওষুধ সেবন ও ব্যথা এবং অন্যান্য ওষুধ সেবনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এনেনকাফালী নবজাতকের জন্ম নিয়ে রিউমার অথবা কোন রকম কুসংস্কার ছড়ানো উচিত নয় বলে জানান তিনি। 

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান