সিলেটে ১৪০ বস্তা ভারতীয় চিনিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে নগরের তেমুখী বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ সোমবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- সাইদুল হক (৩০), মো. সোহেল রানা (৩৩), জাকির হোসেন (২২)।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে সিলেট সদরের তেমুখী বাইপাস পয়েন্টস্থ রাস্তার মোড়ে মহাসড়কে চেকপোস্টে দুইটি মোটরসাইকেল ও ১টি ট্রাক ঘটনাস্থলে এসে পুলিশ দেখে গতিপথ পাল্টানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ট্রাক ও মোটরসাইকেলগুলো আটক করে।
সেখানে থাকা তিনজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজারমূল্যে ৭ লাখ টাকা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।