হোম > সারা দেশ > সিলেট

কোম্পানীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জে বসতঘর থেকে ছালেখা (৫২) নামের এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের পুরান বালুচর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ছালেখা কোম্পানীগঞ্জ উপজেলার বতুমারা গ্রামের মৃত আব্দুল মনাফের মেয়ে। ছালেখার স্বামী আব্দুর রউফ প্রায় দেড় বছর আগে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে গেছে। এরপর থেকে তিনি নিজ ঘরে একা থাকতেন।

গ্রামের লোকজন ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা তার ঘরের মেঝেতে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে ছালেখার রক্তাক্ত লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

নিহতের ভাই আব্দুল খালিক জানান, খবর পেয়ে বতুমারা থেকে এসে দেখি মেঝেতে লাশ পড়ে রয়েছে। ছালেখার দুই ছেলে ও চার মেয়ে। বড় ছেলে আব্দুস সামাদ (২৫) ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করে। ছোট ছেলে মুস্তাকিম (১৪) সিলেটের কুমারপাড়ার একটি বাসায় কাজ করে। বড় মেয়ে কুটিলা বেগমের বিয়ে হয়েছে চট্টগ্রামে। অন্য তিন মেয়ে নাছিমা, মাছুমা ও তাছলিমা ঢাকা শহরের বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি হত্যাকাণ্ড। ঘটনাটি রাতের যেকোনো সময় ঘটে থাকতে পারে। কখন ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত