ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
জরুরি মেরামতকাজের জন্য আগামীকাল শনিবার সিলেটের ওসমানীনগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির কাশিকাপন জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ফয়েজ উল্লাহ।
মো. ফয়েজ উল্লাহ বলেন, ৩৩ কেবি লাইনসহ বেশ কিছু জরুরি মেরামতের কাজ শনিবার সকালে শুরু হবে। এ জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওসমানীনগরে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।