মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে আলোচিত ব্যবসায়ী নাজমুল হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামী আদালতে আত্মসমর্পণ করেছেন।
তাঁরা হলেন- মামলার ৭ নম্বর আসামী মুহিবুর রহমান (৪০) ও ১৩ নাম্বার আসামি তাহির আহমদ তারেক (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহাদেব বাছাড়।
আজ বুধবার মুহিবুর রহমান ও গতকাল মঙ্গলবার তাহির আহমদ তারেক মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় বলেন, ‘আদালতের মাধ্যমে তাঁদের রিমান্ড চাওয়া হবে।’
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দুপুর ২টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে নাজমুল হাসান (৩৫) নামে এক ব্যবসায়ী নেতাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর সিলেটের একটি হাসপাতালে ওই দিন সন্ধ্যা ৭টায় নাজমুল হাসানের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত নাজমুলের ভাই শামসুল হক বাদি হয়ে ১৪ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।