হোম > সারা দেশ > মৌলভীবাজার

অপারেশন হিলসাইড: কুলাউড়ার ‘জঙ্গি আস্তানা’ থেকে পালানো ১৭ জন আটক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ার ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের ঘটনায় জড়িত সন্দেহে আরও ১৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার দুপুরে তাঁদের কর্মধা ইউনিয়ন পরিষদে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক। সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানও সেখানে আছেন।

ওসি আব্দুছ ছালেক আজকের পত্রিকাকে বলেন, ‘১৭ জনকে আটক করা হয়েছে। সিটিটিসির কর্মকর্তারা ঢাকা থেকে আসছেন। বিস্তারিত তাঁরা আসার পর জানানো হবে।’

গত শনিবার সকালে এই এলাকার বাইশালী টিলায় থাকা ‘জঙ্গি আস্তানা’ থেকে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, সোয়াত ও পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে আছকরাবাদ খেলার মাঠ এলাকায় অটোরিকশায় ওঠার সময় চালকের সন্দেহ হওয়ায় তিনি তাঁদের নিয়ে সরাসরি ইউনিয়ন পরিষদে যান। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরে পুলিশকে খবর দেন।  

অটোচালক রবিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, একজনকে কাঁধে বহন করে নিয়ে তাঁরা তাঁর গাড়ির কাছে আসেন। তাঁরা মোট পাঁচটি অটোরিকশা ভাড়া করেন। তাঁরা বনভোজন করতে মৌলভীবাজার যাওয়ার কথা জানান। তাঁদের গতিবিধি নিয়ে সন্দেহ হলে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়।

কর্মধা ইউপির চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আটকেরা ইউনিয়ন পরিষদের হলরুমে আছেন। তাঁদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। অভিযানের পর থেকে কুলাউড়া থানা-পুলিশ ও আমাদের নজরদারি ছিল।’ 

আটকদের মধ্যে সিরাজগঞ্জের আলোচিত চিকিৎসক সোহেল তানজিমও রয়েছেন জানিয়ে তিনি বলেন, এ ছাড়া আব্দুল আহাদ মেন্দি নামের একজন রয়েছেন। তিনি ওই সংগঠনের কমান্ডার হিসেবে পরিচিত।

কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আটকদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের পরিচয় শনাক্ত করা হচ্ছে।’

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি