হোম > সারা দেশ > সিলেট

বিএনপির অনেকে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন, এটা খুশির বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে বিএনপির অনেক নেতা অংশ নেওয়ায় তিনি আনন্দিত। বিএনপি বলে তারা এই কমিশনের অধীনে নির্বাচন করবে না, কিন্তু তাদের দলের অনেকে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন, এটা খুশির বিষয়।

আজ শনিবার সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের সিলেট সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে তিনি এসব কথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে ৪২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে চার শর প্রার্থী অংশ নেবেন। এটি খুশির বিষয়, অতি উৎসাহের। আমি আরও শুনেছি, এসব প্রার্থীর এক-তৃতীয়াংশ বিএনপির লোক। আমি আনন্দিত। কারণ, বিএনপি প্রায়ই বলে, তারা এই কমিশনের অধীনে কোনো নির্বাচন করবে না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার দলেরও কাউন্সিলর প্রার্থী আছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী অত্যন্ত সৎ লোক। তাঁর কাছে যে লোক যায়, তিনি তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আশা করি, তিনি নগরবাসীর আশা পূরণ করবেন।’

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট