হোম > সারা দেশ > সিলেট

সিলেট জেলা ও মহানগরে এনসিপির সমন্বয় কমিটির অনুমোদন

সিলেট প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা ও মহানগরের সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ৩১ সদস্যবিশিষ্ট সিলেট জেলা ও ২১ সদস্যবিশিষ্ট মহানগর কমিটির অনুমোদন দেওয়া হয়।

সিলেট জেলা সমন্বয় কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে নাজিম উদ্দীন শাহানকে। আর যুগ্ম সমন্বয়কারী হিসেবে মেজর (অব.) মোস্তফা আনওয়ারুল আজিজ, ফয়সল আহমেদ, প্রকৌশলী কামরুল হাসান আরিফ, আবু সাইদ, আহসান জাবুর, সালমান খুরশেদকে মনোনীত করা হয়েছে। এই কমিটির যুগ্ম সমন্বয়কারী আহসান জাবুর শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের ভাই।

কমিটিতে সদস্য হিসেবে অ্যাডভোকেট গোলাম আকবর, আয়েশা সিদ্দিকা প্রিয়া, আবু ইউসুফ, মুফতি সালিম খান (প্রচার), শেখ জাবেদ আহমেদ, মনসুর আহমেদ চৌধুরী, আতাউর রহমান আতা, কমল রশিদ, আব্দুর রহিম, শামসুল ইসলাম, শরীফ আহমদ, হিফজুর রহমান, ইমাম উদ্দিন, শিপন আহমদ শিপু, সিদ্দিকী আবুল আলা, নুরুল ইসলাম, ইবরাহিম নাহির, শামসুজ্জামান হেলাল, সোহেল আহমদ মুসা, গিয়াস উদ্দিন, কামরুল হাসান, সুমেল মিয়া, মনিরুল সাকিব, মুস্তাফিজুর রহমানকে মনোনীত করা হয়েছে।

আর সিলেট মহানগর কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত করা হয়েছে আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীকে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে মোহাম্মদ নূরুল হক, প্রকৌশলী আদনান তৈয়ব, মুস্তাক আহমদ, কিবরিয়া সারওয়ার, নাঈম শেহজাদ, তারেক আহমেদ বিলাস, মো. আফজল হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে কামরান জায়গীরদার, অনামিকা দেব, ডা. মোহাম্মদ নুরুল আবসার (বদরুল), সুলতান হোসেন মিজান, মো. সাদী জামালী, ফুয়াদ হাসান, সজল আহমদ, নওশাদ আহমদ চৌধুরী, নুরুল হুদা, মামুন রশীদ, জাকির হোসেন, সায়মন সাদিক জুনেদ, নাজিম উদ্দিনকে মনোনীত করা হয়েছে।

সিলেট জেলা কমিটির প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান ও মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে এক প্রতিক্রিয়ায় বলেন, ‘নতুন দল, নতুন রাজনীতির সূচনা। নতুন পরিচয়ে জনগণের কাছে পরিচিত হতে চাই। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের প্ল্যাটফর্ম হিসেবে এনসিপিকে এগিয়ে নিতে চাই। সিলেটে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক সহকর্মীর সহযোগিতা প্রত্যাশা করি।’

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত