হোম > সারা দেশ > সিলেট

সিলেট সীমান্তে অনুপ্রবেশের সময় নারীসহ ৪ জন গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

ভারতে অনুপ্রবেশের ছয় মাস পর সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে দেশে ফেরার পথে নারীসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার উপজেলার সীমান্তবর্তী রানীরঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 
 
আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের লোহাগাড়ার মো. এরশাদ হোসেনের ছেলে মো. জহির উদ্দীন (২৯), মো. জহির উদ্দীনের স্ত্রী মোছা. আফরোজা সুলতানা (২২), মো. আবুল কাসেমের ছেলে মো. রাকিবুল ইসলাম (১৮), পটুয়াখালীর রাঙ্গাবালীর মো. দাদন সিকদারের ছেলে মো. মিরাজ (২৭)। 

বিজিবি জানায়, গতকাল সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন সংগ্রাম বিওপি এলাকার সীমান্ত পিলার ১২৭২/৫-এস থেকে আনুমানিক ২০০ গজ ভেতরের রানীরঘাট এলাকা দিয়ে চার ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। 

এ সময় সেখানে টহলরত বিজিবির সদস্যরা তাঁদের আটক করে। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা ছয় মাস আগে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আটক চারজনকে বিজিবি গতকাল রাতেই থানায় হস্তান্তর করে। আজ (বৃহস্পতিবার) সকালে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি