হোম > সারা দেশ > সিলেট

কোম্পানীগঞ্জে সাদা পাথর চুরির পর নৌকায় করে নিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার ২

সিলেট প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকা থেকে সাদা পাথর চুরি করে নিয়ে যাওয়ার সময় পাথরবোঝাই নৌকাসহ দুজনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে ধলাই নদীর পাঁচ পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ কলাবাড়ি গ্রামের সুরুজ আলী ও বাবুল মিয়া। সুরুজ আলী বারকি বাঁচাও কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিতেন। এ সময় সুমন নামে আরেকজন নৌকা থেকে পালিয়ে যায়। 

পুলিশ জানায়, সাদা পাথর চুরি করে নিয়ে যাওয়ার সময় রোববার দিবাগত রাত ১২টায় ধলাই নদীর গুচ্ছগ্রাম এলাকার ৫ পিলার নামক স্থানে অভিযান চালিয়ে সুরুজ আলী ও বাবুল মিয়াকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা সুমন পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, তিনজনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। সুরুজ আলী ও বাবুল মিয়াকে পাঠানো হয়েছে। আর সুমনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাথরবোঝাই নৌকা পুলিশ হেফাজতে রয়েছে।

এর আগে গত ৯ জুন রাতে পাথর চুরির সময় ধলাই নদের হেকিমেরটুক এলাকা থেকে পাথরবোঝাই ছয়টি নৌকাসহ ১৭ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা হয়।

তখন পুলিশ জানায়, ৮-১০টি বারকি নৌকায় ৩০-৩৫ জন সাদা পাথর নিয়ে যাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় ছয়টি নৌকার ১৭ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, চুরি করা সাদা পাথর বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু