হোম > সারা দেশ > সিলেট

মৃত্যুর ৪ মাস পর অধ্যাপক সাইফুদ্দীনকে মাউশিতে পদায়ন

সিলেট প্রতিনিধি

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ প্রায় সাড়ে ৪ মাস আগে মারা গেছেন। তবে তাঁকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পদায়ন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গত ২৪ মে মারা যান এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ। তাঁর হার্টের সমস্যা ছিল। এরপর থেকে তাঁর পদটি শূন্য হয়ে যায়।

গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫ জন শিক্ষককে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি/পদায়ন করা হয়। এতে দেখা যায়, এমসি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদকে উপাধ্যক্ষ পদ থেকে মাউশি অধিদপ্তর ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘এটা আসলে মিনিস্ট্রি আজগুবি কারবার করেছে। এই নামটা কেন দিল, কীসের জন্য করল বুঝলাম না। মাউশি, মিনিস্ট্রি সব জায়গায়ই এটা জানানো হয়েছে। এরপরও তারা মৃত মানুষকে জীবিত করে ফেলছে।’

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মোহাম্মদ খালেদ রহীম আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমার জানা নেই। আচ্ছা, আমরা ঠিক করে দিচ্ছি। ভুল হতে পারে।’

পরে তিনি বলেন, ‘আপনার তথ্য সঠিক। ওইটা তো আমরা কলেজের ওয়েবসাইট থেকে দিই, ওখানে এখনো আছে। এটা আমরা কারেকশন করে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ ধরিয়ে দেওয়ার জন্য।’

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান