হোম > সারা দেশ > সিলেট

মৃত্যুর ৪ মাস পর অধ্যাপক সাইফুদ্দীনকে মাউশিতে পদায়ন

সিলেট প্রতিনিধি

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ প্রায় সাড়ে ৪ মাস আগে মারা গেছেন। তবে তাঁকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পদায়ন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গত ২৪ মে মারা যান এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ। তাঁর হার্টের সমস্যা ছিল। এরপর থেকে তাঁর পদটি শূন্য হয়ে যায়।

গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫ জন শিক্ষককে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি/পদায়ন করা হয়। এতে দেখা যায়, এমসি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদকে উপাধ্যক্ষ পদ থেকে মাউশি অধিদপ্তর ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘এটা আসলে মিনিস্ট্রি আজগুবি কারবার করেছে। এই নামটা কেন দিল, কীসের জন্য করল বুঝলাম না। মাউশি, মিনিস্ট্রি সব জায়গায়ই এটা জানানো হয়েছে। এরপরও তারা মৃত মানুষকে জীবিত করে ফেলছে।’

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মোহাম্মদ খালেদ রহীম আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমার জানা নেই। আচ্ছা, আমরা ঠিক করে দিচ্ছি। ভুল হতে পারে।’

পরে তিনি বলেন, ‘আপনার তথ্য সঠিক। ওইটা তো আমরা কলেজের ওয়েবসাইট থেকে দিই, ওখানে এখনো আছে। এটা আমরা কারেকশন করে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ ধরিয়ে দেওয়ার জন্য।’

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত