হোম > সারা দেশ > মৌলভীবাজার

কমলগঞ্জে চা–শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধি

কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে অর্জুন মহালী (২৭) নামের এক চা–শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা–বাগানের কবরস্থান এলাকায় একটি আমগাছ থেকে ওই ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

অর্জুন পাত্রখোলা চা-বাগানের মসজিদ লাইনের গোপাল মহালীর ছেলে। গরু চরাতে আসা রাখালেরা এ লাশটি দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের মানুষজন এসে জড়ো হয়।

নিহত মহলীর চাচাতো ভাই জাফর মহালী জানান, গত বৃহস্পতিবার বিকেল থেকে অর্জুনকে পাওয়া যাচ্ছিল না। গতকাল শুক্রবার লোকমুখে খবর শুনে এসে দেখেন এটি তার চাচাতো ভাইয়ের লাশ। তিনি খুব সহজ-সরল প্রকৃতির ছিলেন। তাঁদের ধারণা, কেউ তাঁকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। তাঁর হাতে রক্তের দাগও পাওয়া গেছে। এদিকে গাছের সঙ্গে লাশ ঝুলে থাকতে দেখে চা-শ্রমিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। 

পাত্রখোলা চা–বাগানের ব্যবস্থাপক শামসুল ইসলাম সেলিম জানান, চা–শ্রমিকদের কাছ থেকে লাশের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন এভাবে গাছের সঙ্গে লাশ ঝুলে আছে। তিনি পুলিশকে জানালে কমলগঞ্জ থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ