হোম > সারা দেশ > সিলেট

সিলেট করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৫৮৪

প্রতিনিধি, সিলেট

সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় নয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে আরও ৫৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মৃত নয়জনের মধ্যে সিলেট জেলার সাতজন, সুনামগঞ্জে একজন এবং হবিগঞ্জের একজন রয়েছেন। এর আগে চলতি মাসের ৭ তারিখ ও ১৪ তারিখে একই সংখ্যক মৃত্যুর হয়।

নতুন শনাক্ত ৫৮৪ জনের মধ্যে সিলেট জেলায় ২৫১ জন, সুনামগঞ্জে ৩৮ জন, হবিগঞ্জে ১২০ জন এবং মৌলভীবাজারে ১১৩ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়। এ প্রতিবেদন থেকে জানা যায় করোনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জন। আর গত ২৪ ঘণ্টায় চার জেলা মিলে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১২৯৮ জনের। সে হিসেবে সিলেটে করোনা শনাক্তের হার ৪৪ দশমিক ৯৯ শতাংশ। আর সুস্থ হয়ে উঠেছেন ২৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় সূত্র অনুযায়ী, বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫৮৪ জন নতুন করোনা রোগী নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩২ হাজার ১৩ জনে। যার সর্বাধিক সিলেট জেলায় ১৮ হাজার ২০৪ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৫৩৪ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৬০৩ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৫৪ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৬১৮ জন।

এ ছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ২১০ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া নিশ্চিত করেছেন।

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর