সিলেট ওসমানী নগরের লন্ডনপ্রবাসী বৃদ্ধাকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া এই রায় দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল জলিল কালু একই উপজেলার নগরীকাপন গ্রামের মৃত আব্দুল কাছিমের ছেলে।
মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল মজিদ খান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ জুলাই বিকেলে আসামি আব্দুল জলিল কালু (৩৯) লন্ডনপ্রবাসী রহিমা বেগম ওরফে আমিনা বেগমের (৬০) কাছে পাঁচ হাজার টাকা ধার চান। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে গালি-গালাজ করেন। এ ঘটনায় কালু অপমানিত হয়ে সন্ধ্যায় বাসায় ঢুকে তাকে হত্যা করেন।
পরে নিহতের ভাই অজ্ঞাত আসামি করে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ওই বছরের ১ আগস্ট আব্দুল জলিল কালুকে গ্রেপ্তার করে। আদালতে নিজের সব দোষ স্বীকার করে কালু। মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষ্য দেন।