হোম > সারা দেশ > সিলেট

পদত্যাগ করলেন সিসিবি চেয়ারম্যান প্রদীপ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের (সিসিবি) চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী। গতকাল রোববার ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে আজ সোমবার মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. রাজ্জাকুল ইসলাম এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন। 

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত ১৯ আগস্ট ‘সিসিবি চেয়ারপারসনের যত দুর্নীতি’ শিরোনামে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। তাঁর অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের পর একে একে সবাই মুখ খুলতে শুরু করেছেন। বাণিজ্য, জনপ্রশাসন ও দুদকে লিখিত অভিযোগ করেন তাঁরা। এসব অভিযোগের তদন্ত শুরু হচ্ছে এমন খবরে তিনি তড়িঘড়ি করে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। 

এদিকে ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রদীপ রঞ্জন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা অভিযোগগুলো বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পর আমাদের জানাতে বলেছি।’

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট