হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে খেত থেকে নারীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার

(সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে চারা খেত থেকে আগুনে পোড়া এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৫৫ বছর। আজ বুধবার সকাল ১০টার দিকে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ইকড়ছই জামিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা পেছনের চারা খেতে (বীজতলা) অজ্ঞাতপরিচয় এক নারীর আধপোড়া মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে। 

ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর। তিনি আজকের পত্রিকাকে জানান, এটি দুর্ঘটনা না হত্যাকাণ্ড এখনই বলা যাচ্ছে না। তদন্ত করার পরে জানা যাবে।

জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল রয়েছি। সিলেটের সিআইডির একটি বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তাঁরা আসার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’ 

ওসি আমিনুল ইসলাম বলেন, দেহের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার