সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হয়েছেন সেই দৃষ্টিহীন চয়ন তালুকদার। আজ রোববার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনায় দেখা গেছে চয়ন তালুকদার ৩ দশমিক ৯২ পেয়ে কৃতকার্য হয়েছেন।
চয়ন তালুকদারের পরিবারের সদস্যরা জানান, জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হলেও চয়ন পড়াশোনার বিষয়ে মনোযোগী ছিল। ছোট বোন মৌসুমি তালুকদারের কাছ থেকে পড়া শুনে শুনে মুখস্থ করে সে। শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা এইচএসসি পাস করে। চয়ন পড়াশোনার পাশাপাশি গান গাইতেও ভালোবাসে।
চয়ন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সিলেটে অনার্স পড়তে চাই। জগন্নাথপুর উপজেলায় অনার্স পড়ার সুযোগ না থাকায় খুব দুশ্চিন্তায় আছি। আর্থিক অভাব অনটনের সংসারে শহরে থেকে অনার্স পড়া ভাবতে পারছি না। ছোটবেলা থেকেই আমার খুব ইচ্ছা আমি লেখাপড়া শেষ করে নিজে কিছু করতে চাই। সে জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।’