হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে ট্রাকের চাপায় মো. সজীব আহমদ (২২) নামের এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ সময় একজন আহতও হয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজীব শেরপুর জেলার সদর থানার কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজারে একটি ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সজীব মারা যান। আহত হন বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের জায়েদ মিয়ার ছেলে শাহিন (৩০)। তবে অটোরিকশার ভেতরে থাকা বাকি তিনজন অক্ষত ছিলেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে সজীবের মরদেহ উদ্ধার করে। 

এ নিয়ে জানতে চাইলে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কবির জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। বাকি তিনজন সুস্থ রয়েছেন। মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু