হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবিতে লেগেছে বসন্তের ছোঁয়া

শাবিপ্রবি প্রতিনিধি

দখিনা হাওয়ায় ভর করে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। বসন্তকে স্বাগত জানাতে ফুলে ফুলে সেজে উঠেছে প্রকৃতি। আর পয়লা ফাল্গুনের এই দিনে বসন্তের ছোঁয়া লেগেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। 

পয়লা ফাল্গুনে বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবসের পাশাপাশি দিনটি বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকীও। ৩২টি বসন্ত পেরিয়ে ৩৩তম বসন্তে পদার্পণ করছে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নানা কর্মসূচি উদ্‌যাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি বিভিন্ন বিভাগ ও সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করে। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২-এর সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১০টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। 

শোভাযাত্রা শেষে মুক্তমঞ্চে সবাইকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও ত্যাগের ফলেই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। ব্রিটিশ আমল থেকে এ অঞ্চলের জনগণ একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিল। 

উপাচার্য আরও বলেন, ‘এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে এ অঞ্চলের সবকিছুতে পরিবর্তনের ছোঁয়া লাগে। এ বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়েও ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতে আমরা আন্তর্জাতিক পর্যায়েও সেরা হতে চাই। এ জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সবার সহযোগিতা প্রয়োজন। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা আরও এগিয়ে যাব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কবীর হোসেন, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিমসহ বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী, বসন্তবরণ, ভালোবাসা দিবসের এই দিনে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-বি প্রাঙ্গণে বাংলা বিভাগের আয়োজনে ‘সমগ্র নবীন বসন্ত আজ উন্মোচিত’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বরণ ও বাংলা সমিতির বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

কনজেনিটাল হার্ট রোগে আক্রান্ত ১৭ বছর বয়সী মর্তুজার চিকিৎসার সাহায্যার্থে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’ আয়োজন করে ‘স্বপ্নোত্থান বসন্ত উৎসব ২০২৩’। অর্থ সংগ্রহের অংশ হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় ফুল বিক্রি, বিভিন্ন পিঠা ও বাহারি পোশাকের টেন্ট বসিয়েছে। 

সাংস্কৃতিক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’র তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবেরও শেষ দিন। 

ক্যারিয়ারবিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে তারা সকালে আনন্দ শোভাযাত্রা, কেক কাটাসহ কনসার্টের আয়োজন করে। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট