সিলেটে ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার সকালে নগরের চৌহাট্টা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রুছেল আহমেদ (২৪) ও মো. রবিউল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরের চৌহাট্টা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৫০ বস্তা ভারতীয় চিনি পরিবহন করা ট্রাকটি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬৪ হাজার টাকা। এ সময় ঘটনাস্থলে থাকা দুজনকে আটক করা হয়।
আরও পড়ুন: