মৌলভীবাজারের কমলগঞ্জে দৈনিক আজকের পত্রিকার প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেল ৪টায় কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা হয়।
দৈনিক আজকের পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির প্রাক্তন সভাপতি আব্দুল হান্নান চিনু, অধ্যাপক ডা. আব্দুন নুর, সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, সাব্বির এলাহী, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক জয়নাল আবেদীন, আলমগীর হোসেন, সমাজসেবক সিদ্দিকুর রহমান প্রমুখ।