হোম > সারা দেশ > সিলেট

সিলেটে আবারও ছাত্রলীগের ঝটিকা মিছিল

সিলেট প্রতিনিধি

সিলেট মহানগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: আজকের পত্রিকা

সিলেটে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। আজ বুধবার নগরীর ধোপাদীঘিরপাড়ের সিটি করপোরেশন জামে মসজিদ এলাকায় এ মিছিল করতে দেখা গেছে। এর আগেও নগরীতে মিছিল ও লিফলেট বিতরণ করতে দেখা যায় ছাত্রলীগকে।

জানা যায়, সকালে নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় ১৫-২০ জনের একটি দল ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করে। ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তাঁর নামে স্লোগান দিতেও শোনা যায়।

পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়েছে।

অপর দিকে এদিন ছাত্রদলের নেতা-কর্মীরা নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ব্যাপারে মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মিছিলের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। নিষিদ্ধ সংগঠনটি চোরাগোপ্তা বা ঝটিকা মিছিল করে লোকচক্ষুর আড়াল হয়ে যায়।

‘আমরা ভিডিও দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করছি। এ ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে। আর দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তারা আসলেই ছিল কি না, সবকিছু খুঁজে দেখছি।’

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি