হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেট তামাবিল মহাসড়কের পানিছড়া গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন। আজ রোববার বেলা আড়াইটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের পানিছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত যুবকের নাম আজিম (১৯)। তিনি শাহপরান থানার পিরের বাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মহরির ছেলে। আরেকজন নিহত ও আহতের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় এলাকাবাসী সুহেল আহমদ ও জাহিদুল ইসলাম জানান, বেলা আড়াইটার দিকে তামাবিল মহাসড়কের পানিছড়া এলাকার সিলেট গ্যাস ফিল্ডের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হন। অপর একজন আরোহী গুরুতর আহত হন। ঘটনার পর পর স্থানীয় জনতা এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র রায় বলেন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি জানান, স্থানীয় লোকজন আহত-নিহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেটে পাঠান। ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট