হোম > সারা দেশ > সিলেট

প্রধানমন্ত্রী বিদেশিদের রক্তচক্ষু ভয় করেন না: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বিদেশিদের রক্তচক্ষু ভয় করেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর এ দেশের জনগণের আস্থা রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ থাকে।’ 

আজ মঙ্গলবার বিকেলে সিলেটের ওসমানী নগরের তাজপুরে প্রবাসীদের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনকে বানচাল করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছিল। অগ্নিসন্ত্রাসী বিএনপি-জামায়াত অনেক ধরনের ষড়যন্ত্র করেছে। তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে আমরা প্রমাণ করে দিয়েছি বিগত ৭ তারিখের নির্বাচনে। আপনারা উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন, তাই অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়ন হবে। উন্নয়নের অভাব হবে না।’ 

তিনি আরও বলেন, ‘তবে আমাদের কারও ব্যক্তিগত উন্নয়ন হবে না। কোনো নেতা-কর্মীর ব্যক্তিগত উন্নয়ন হবে না এবং আমারও কোনো উন্নয়ন করব না। বিদেশ থেকে বৈধ উপায়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানাই।’ 

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী আমাকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে মূল্যায়িত করেছেন। সেই দায়িত্ব যেন নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে পারি, সেই দোয়া করবেন।’ 

যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আনহার মিয়ার সভাপতিত্বে তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের সঞ্চালনায় সংবর্ধনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। 

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্বাছ উদ্দিন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন, ওসমানী নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি প্রমুখ। 
 
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যুক্তরাজ্যপ্রবাসী ব্যারিস্টার আবুল কালাম। এ সময় প্রবাসীদের দেশে সব ধরনের হয়রানি, বিমান ভাড়া কমানো, বিদেশে থেকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়ার সহজীকরণের দাবি জানান তিনি। 
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান, ওসমানী নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট