হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে চোরাকারবারিদের হামলায় ২ বিজিবি সদস্য আহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারিদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে, যখন বিজিবি টহল দল সীমান্তে ভারতীয় গরু প্রবেশ ঠেকানোর চেষ্টা করছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ঘিলাতৈল, ফুলবাড়ী, তলাল, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, গোযাবাড়ী ও বাইরাখেল দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করানোর চেষ্টা করছিল চোরাকারবারিরা। বিজিবি সদস্যরা তাদের ওপর নজর রেখে সীমান্তে অবস্থান নিয়েছিলেন। বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা চালায়। তাতে বিজিবি সদস্য মো. হারুনুর রশিদ (৩৫) ও মো. জমশেদ হোসেন (২৯) গুরুতর আহত হন।

চোরাকারবারিরা বিজিবির সঙ্গে হাতাহাতি ও ইট-পাথর নিক্ষেপ করে একটি বাদে বাকি গরুগুলো নিয়ে পালিয়ে যায়। আহত বিজিবি সদস্যদের উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জৈন্তাপুর বিওপির ক্যাম্প কমান্ডার ঘটনাটি নিশ্চিত করে বলেন, হামলার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। বিস্তারিত পরে জানানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, হামলার বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট