হোম > সারা দেশ > সিলেট

আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

দেশের সীমান্ত দিয়ে নতুন করে আর কোনো রোহিঙ্গাকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ শুক্রবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩, এনসিডিসি ইউনিট ও ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামক কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা নীতিগতভাবে আর একজনও রোহিঙ্গা নেব না। রোহিঙ্গা নিয়ে আমরা অলরেডি ঝামেলায় পড়েছি। প্রতিবছরে অনেক টাকা খরচ করছি। সম্প্রতি ওখানে ঝামেলা হয়েছিল, কিছু লোক ঢুকে গেছে। আস্তে আস্তে সেগুলো বের করে দেওয়া হবে।’ 

বৃহত্তর সিলেটের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘ওসমানী হাসপাতালের আইসিইউ-৩ ইউনিট এই অঞ্চলের মানুষের; বিশেষ করে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে অবদান রাখবে। অবদান রাখবে এনসিডিসি ইউনিটও।’   

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় শাখার কাজ শুরুর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়ে তিনি বলেন, ‘হাসপাতালটির ওপর চাপ কমাতে এবং সিলেটবাসীর স্বাস্থ্যসেবা বাড়াতে ওসমানী হাসপাতালের দ্বিতীয় শাখার কাজ দ্রুত শুরু করা জরুরি।’

হাসপাতালের অধিগ্রহণের কাজ দ্রুত শুরুর নির্দেশনা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি হয়ে গেলে সিলেটবাসীকে আর বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। এতে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, তেমনি মানুষের জীবনও অনেক সুরক্ষিত হবে।’

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট