হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুরে ভোটযুদ্ধে চাচি-ভাতিজি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে ইউপি নির্বাচনে সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে নারী সদস্য পদে চাচি-ভাতিজি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ওই নারী প্রার্থীরা হলেন বর্তমান নারী সদস্য চাচি রোকসানা বেগম ও ভাতিজি রেহানা আক্তার ডেইজি।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান নারী সদস্য রোকসানা বেগম কামড়াখাই গ্রামের চাঁন মিয়ার স্ত্রী। আর রেহানা আক্তার ডেইজি চাঁন মিয়ার সৎ-ভাইয়ের মেয়ে, অর্থাৎ ভাতিজি এবং একই গ্রামের অপু মিয়ার স্ত্রী।

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ওই দুই নারী ভোটের মাঠে নতুন মাত্রা পান। বর্তমান নারী সদস্যসহ উভয় পক্ষ নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠে নামে। 

গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চাচি রোকসানা আক্তার (হেলিকপ্টার) ও ভাতিজি রেহানা আক্তার ডেইজি (তালগাছ) প্রতীকে ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ ছাড়া ওই ওয়ার্ডের একই গ্রামের মতিউর রহমানের স্ত্রী সুহেনা বেগম (মাইক) প্রতীকে নির্বাচনী মাঠে রয়েছেন। তবে চাচি-ভাতিজির ভোটযুদ্ধ জমে উঠবে বলে ধারণা করছেন স্থানীয়রা।

চাচি রোকসানা আক্তার বলেন, ‘গত পাঁচ বছর জনগণের সেবায় নিয়োজিত ছিলাম। সে জন্য এবারও জনগণের ভালোবাসায় এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে নির্বাচনে নেমেছি।’ কাউকেই প্রতিপক্ষ ভাবেন না  তিনি। 

ভাতিজি রেহানা আক্তার ডেইজি বলেন, ‘বিরোধ কিংবা প্রতিযোগিতা নয়, জনগণের সেবা করতে নির্বাচনে এসেছি।’

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট