হোম > সারা দেশ > সিলেট

কমলগঞ্জে টিলা ধসে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির কাজে মাটি আনতে গিয়ে টিলা ধসে চাপা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন তার ফুপু। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে বাঘাছড়া চা বাগানের ১১ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম—রিপা বুনার্জী (১৪)। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের দক্ষিণ লাইন এলাকার শ্যামল বুনার্জীর মেয়ে। সে ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।

স্থানীয়রা বলছে, শুক্রবার বিকেলে ৪টার দিকে তার দুই ফুপু জ্যোতিকা বুনার্জী ও সবিতা বুনার্জীর সঙ্গে বাড়ির কাজের জন্য মাটি আনতে বাঘাছড়া চা বাগানের ১১ নম্বর সেকশনে যায়। সেখানে পাহাড়ের টিলার নিচে খনন করার একপর্যায়ে মাটি ধসে পড়লে রিপা ও তার ফুপু জ্যোতিকা নিচে চাপা পড়ে।

এ সময় সবিতা বুনার্জী তাদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে দৌড়ে এলাকায় খবর দেন। পরে পৌনে ৫টায় এলাকাবাসী ধসে পড়া মাটির নিচ থেকে তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে রিপা সেখানে মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় জ্যোতিকা বুনার্জীকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ সব তথ্য নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কিশোরী ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ