হোম > সারা দেশ > সিলেট

মধ্যরাতে উত্তপ্ত শাবিপ্রবি: কোটা নিয়ে আন্দোলনকারী ও ছাত্রলীগের মুখোমুখি অবস্থান

শাবিপ্রবি প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জেরে মুখোমুখি অবস্থান নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটাবৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই অবস্থান নেয় দুই পক্ষ। 

অবস্থান নেওয়ার সময় সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে মিছিল বের করেন। মিছিলে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘সারা বাংলার মাটি রাজাকারের ঘাঁটি’, ‘শাবিপ্রবির মাটি রাজাকারের ঘাঁটি’, ‘রাজাকার আসছে, রাজপথ কাঁপছে’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও’ স্লোগান দিতে দেখা যায়। 

বিপরীতে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা শাহ পরান হল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’ স্লোগানে মিছিল বের করেন। 

পরে রাত সাড়ে ১২টার দিকে ছাত্রী হল থেকে বেরিয়ে আসেন আবাসিক হলের শিক্ষার্থীরা। গোলচত্বরে মিলিত হন হাজারের অধিক সাধারণ শিক্ষার্থী। 

এ সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় ছাত্রলীগ। পরে তোপের মুখে রাস্তা ছেড়ে দিতে বাধ্য হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় স্লোগান দিতে দিতে ছেলেদের হলের দিকে যান কোটার সংস্কার আন্দোলনকারী কয়েক হাজার শিক্ষার্থী। 

এর আগে রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ চলে গেলে হঠাৎ স্লোগান দিতে দেখা গেছে শাবিপ্রবির ছয়টি আবাসিক হলে। এ সময় স্লোগান দিতে দিতে অনেকে বেরিয়ে আসেন আবাসিক হলগুলোর সামনে।

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি