হোম > সারা দেশ > সুনামগঞ্জ

নামছে বন্যার পানি, ভেসে উঠছে সড়ক

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

টানা এক সপ্তাহ পানিবন্দী জীবন আর সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিপাকে পড়েছেন ছাতক উপজেলার  ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষ। প্রত্যন্ত অঞ্চলে বন্যা কবলিত এলাকায় সরকারি সহযোগিতা না পৌঁছায় দুর্ভোগের মাত্রা বেড়েছে। তবে উপজেলার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো ত্রাণ বিতরণ করতে দেখা গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি কমলেও এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েক দিনের তুলনায় ছাতকে বৃষ্টিপাত কমলেও ভারতের মেঘালয়ে বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ছাতকে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার কারণে পানিবন্দী পরিবারের লোকজন বেকার হয়ে পড়েছেন। পাশাপাশি গবাদিপশু নিয়েও পড়েছেন চরম বিপাকে। উঁচু ও শুকনো স্থানে রাখা হয়েছে গবাদিপশু। এ ছাড়া যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় কাজে কর্মেও যেতে পারছেন না কেউ। ফলে বানভাসি মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। 
 
জহর আলী নামের কৃষক জানান, প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে তিনি থাকতেন। গত মঙ্গলবার থেকে ঘর ছেড়ে একটি মহিলা মাদ্রাসা আশ্রয় নিয়েছেন। বন্যার পানি ধীর গতিতে কমতে থাকায় বাড়ি যেতে পারছেন না। তবে, আজ রোববার তিনি বাড়ি যেতে পারবেন বলে আশাবাদী। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান জানান, বন্যার পানি নেমে যাওয়ায় দেখা যাচ্ছে সড়ক। গতকাল শনিবার বিকেলে কিছু যানবাহন চললেও আজ রোববার ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যান চলাচল পুরোদমে শুরু হয়েছে। আবার বন্যার পানি না নামায় ছাতক সদরের সঙ্গে ১৩ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে না। পানি কমতে শুরু করলেও বন্যায় তলিয়ে যাওয়া দু'শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ধীরে ধীরে সব এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করা হচ্ছে। উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় শুকনো খাবারসহ প্রধানমন্ত্রীর উপহার বানভাসিদের মধ্যে বিতরণ করা হচ্ছে। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট