হোম > সারা দেশ > সিলেট

ভুয়া দলিলে সরকারি জমি বিক্রির মামলায় আ. লীগ নেতার ভাই কারাগারে

সিলেট প্রতিনিধি

ভুয়া দলিলে চার কোটি টাকার সরকারি জমি হাতিয়ে নেওয়ার অপরাধে সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ভাই মো. মুসলিম আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গতকাল বুধবার সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা না-মঞ্জুর করেন বিচারক মো. বজলুর রহমান। তবে এই মামলার তিন নম্বর আসামি লিয়াকত আলী গত ১০ নভেম্বর একই আদালতে জামিন পান। 

এর আগে গত ১ মার্চ আদালতে অভিযোগপত্রটি জমা দেন দুদক সিলেটের আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আশরাফ উদ্দিন। পরে ২৮ অক্টোবর আদালত দুদকের দেওয়া চার্জশিট গ্রহণ করে আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

বাদীপক্ষের আইনজীবী শহিদুজ্জামান চৌধুরী জানান, মামলার প্রধান আসামি আখলাকুল আম্বিয়া চৌধুরী, আজির উদ্দিন, মো. মীর জাহান ও তৎকালীন সাবরেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার পলাতক রয়েছেন। 

জৈন্তাপুরে চার কোটি টাকারও বেশি মূল্যের সরকারি ভূমি দখলে নিয়ে ভুয়া তথ্যে নিজের নামে দলিল করে নেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। সিলেট-তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলা পরিষদ ভবনের বিপরীতে উপজেলা সদর বাজারে জমিটির অবস্থান। স্থানীয় আখলাকুল আম্বিয়া চৌধুরী নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি এ ভূমিটি দখল করে রেখেছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৫ সালে সরকারের পক্ষে রায় দেন উচ্চ আদালত। 

পরে জমিটি দখলে রাখতে আম্বিয়া চৌধুরী ওই বছরের ২৭ এপ্রিল অবৈধভাবে পাওয়ার অব অ্যাটর্নি নিযুক্ত করেন লিয়াকত আলীর ভাই মুসলিম আলীকে। এর ২১ দিনের মাথায় ১৮ মে মুসলিম আলী জমিটি মাত্র ৪ লাখ টাকায় দলিল করে দেন লিয়াকত আলীকে। 

 ২০১৮ সালের ৭ মার্চ সিলেটের সিনিয়র বিশেষ জজ আদালতে জৈন্তাপুরের করগ্রামের মনির আহমদ জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের চার কোটি টাকা মূল্যের সরকারি ভূমি অবৈধভাবে কেনাবেচার অভিযোগে মামলা করেন। পরে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে মামলা করে দুদক। 

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত