হোম > সারা দেশ > সিলেট

কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসককে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সফরে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে যান। সেখানে গিয়ে মন্ত্রী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৪ জনকে কর্মস্থলে অনুপস্থিত পান। অননুমোদিত অনুপস্থিত থাকায় মন্ত্রী তাৎক্ষণিক ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

মন্ত্রীর নির্দেশের পর আজ বুধবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত আদেশে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেন্টু পুরকায়স্থকে সাময়িক বরখাস্ত করা হয়।

আদেশে বলা হয়- ‘মন্ত্রীর পরিদর্শনকালীন অফিসে উপস্থিত না থাকা দায়িত্ব পালনে চরম অবহেলার শামিল। সরকারি কর্তব্যে অবহেলা ও দায়িত্বহীনতার জন্য তাকে নির্দেশক্রমে সাময়িক বরখাস্ত করা হল। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন।’

এ ছাড়া একই কারণে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোছা. শামীমা বেগম ও নির্মল চন্দ্র দাস, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. হোসেন আলীকেও বদলির নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সিলেটের উপপরিচালক (অ.দা) তপন কান্তি ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘রেন্টু পুরকায়স্থকে সাময়িক বরখাস্তের আদেশ আমরা পেয়েছি। বাকি তিনজনের অর্ডার এখনো আসেনি। বৃহস্পতিবার চলে আসবে।’

সাসপেন্ডের বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ বলেন, ‘আমি অফিশিয়াল কাজেই বাইরে ছিলাম। স্যার (স্বাস্থ্যমন্ত্রী) আসার খবরে আমি তড়িঘরি করে অফিসে ছুটে আসি। কিন্তু আমি আসার আগেই স্যার এসে পড়েছিলেন, তাই আমাকে অফিসে না পেয়ে এমন নির্দেশ দিয়েছেন। তবে স্যারের সঙ্গে আমার দেখা হয়েছে।’

তিন কর্মচারির বিষয়ে রেন্টু বলেন, ‘শামীমা ছুটিতে, নির্মল অফিসেই ছিল এবং হোসেন আলীর শ্বশুর মারা যাওয়ায় তাৎক্ষণিক মৌখিক অনুমোদন নিয়ে যায়।’

আজ বুধবার সকালে দুই দিনের সরকারি সফরে সিলেটে আসেন এ অঞ্চলেরই সন্তান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে পৌঁছান।

এয়ারপোর্ট থেকে স্বাস্থ্যমন্ত্রী সরাসরি চলে যান সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় পরিদর্শনে।

পরিদর্শন শেষে ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন- জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুব একটি ভালো না। জনবল সংকট। ভবন সংস্কারও প্রয়োজন। সেখানে ডাক্তারদের উপস্থিতি কম থাকায় তাদেরকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সেখানের পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে না পাওয়ায় তাকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে।

জৈন্তাপুর থেকে ফিরে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা আশানুরূপ ভালো।’ এ সময় মন্ত্রী আরও বলেন, ‘সিলেট আমার জন্মভূমি। সিলেটের বিশ্বনাথে আমরা বাবা-মার বাড়ি। এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

পরে সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের সংবর্ধনায় সংবর্ধিত অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন মন্ত্রী।

এরআগে স্বাস্থ্যমন্ত্রী বুধবার বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউসে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করেন।

পরে তিনি দক্ষিণ সুরমায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জায়গা পরিদর্শন করেন।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট