হোম > সারা দেশ > সুনামগঞ্জ

দুপুর গড়ালেও খোলা হয়নি বিদ্যালয়, বারান্দায় অপেক্ষা শিক্ষার্থীদের

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সকাল গড়িয়ে দুপুর হলেও হাঁপানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা খোলেনি কোনো শিক্ষকেরা। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় এই বিদ্যালয়ের বারান্দায় শিক্ষার্থীদের বসে থাকতে দেখা যায়। আসেননি দপ্তরও। এ সময় উপজেলায় কর্মরত শফিকুল ইসলাম নামের এক সাংবাদিক তাঁর ফেসবুক আইডি থেকে লাইভ করলে বিষয়টি ছড়িয়ে পড়ে এলাকায়। 

লাইভে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায় এই সাংবাদিককে। লাইভে এসে শিক্ষার্থীরা জানায়, ‘শুধু আজকেই এমনটি হয়নি। শিক্ষকেরা প্রতিদিন সকাল ১১টার আগে বিদ্যালয়ে আসেন না। আর দুপুর ২টায় বিদ্যালয় ছুটি দিয়ে চলে যান তারা। আজকে প্রধান শিক্ষক না থাকায় তারা (শিক্ষকেরা) কেউই আসেননি দুপুর পর্যন্ত।’ 

এ বিষয়ে জানতে চাইলে হাঁপানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধব চন্দ্র সরকার বলেন, ‘পাঁচ দিনের জন্য উপজেলা সদরে শিক্ষকদের একীভূত ট্রেনিংয়ে আছি আমি। গতকাল আমার ট্রেনিংয়ের বিষয়টি বিদ্যালয়ের বাকি তিন সহকারী শিক্ষককে জানিয়েছি। পরিবর্তে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবে সহকারী শিক্ষক বিপ্লব মিয়া। তারা তিনজনেরই আজকে বিদ্যালয়ে থাকার কথা। তারা আমি না থাকলেই বিদ্যালয়ে আসতে চায় না। আমি বিদ্যালয়ে না থাকলে এমন অভিযোগ প্রায় সময়ই পাই।’ 

সহকারী শিক্ষক বিপ্লব মিয়ার বলেন, ‘আমি অসুস্থ থাকায় আজকে বিদ্যালয়ে যেতে পারিনি।’ 

এ বিষয়ে জানতে চেয়ে সহকারী শিক্ষক হারুনুর রশিদকে কয়েকজন সাংবাদিক কল দিয়ে অকথ্য ভাষায় গালি দেন। এবং তিনি বলেন, বিদ্যালয়ে গেলে সাংবাদিককে দেখে নেবেন। ধারে কাছে পেলে সাংবাদিককে মারধরের হুমকি দেন। 

এ সময় গালি দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে জানালে তিনি সবাইকে জুতো পেটা করবেন বলে হুমকিও দেন। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আওয়াল বলেন, ‘হাঁপানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী তিন শিক্ষক বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত না হওয়ায় তাঁদের শোকজ করা হবে। সাংবাদিকদের গালি দিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, ‘বিদ্যালয় বন্ধ রাখার কোনো সুযোগ নেই, যেহেতু তারা এটি করেছেন শাস্তির মুখোমুখি হবেন এবং আপনারা যে শিক্ষকের গালির রেকর্ডিং দিয়েছেন সেগুলো আমরা পেয়েছি। ওই শিক্ষকের বিরুদ্ধে কঠিন শাস্তি আমি নিব।’

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট