হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে আটক আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতা-কর্মীরা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ উদ্দিন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে আটক করার সময় পুলিশের হাত থেকে খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ উদ্দিনকে ছিনিয়ে নিয়েছেন দলের নেতা-কর্মীরা। এ ঘটনায় আজ সোমবার সকালে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা-পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যার দিকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে আহমদ উদ্দিনকে আটক করেন শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। খবর পেয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান। পরে তাঁকে থানায় নিতে মোটরসাইকেলে তুলতে চাইলে উপস্থিত নেতা-কর্মীরা পুলিশকে বাধা দেন। একপর্যায়ে তাঁরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে আহমদকে ছিনিয়ে নিয়ে যান।

এদিকে ঘটনার পর সোমবার সকালে কাটারাই গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন সুমন, পলাশ, শাহাব আলী ও ছায়েদ।

শেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিপু দাস বলেন, ‘আহমদ উদ্দিনকে আটক করে নিয়ে আসতে আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু তাঁর লোকজন বেশি থাকায় সম্ভব হয়নি। পরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।’

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আজকের পত্রিকাকে বলেন, ‘আটক চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে আটকের চেষ্টা চলছে।’

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত