হোম > সারা দেশ > মৌলভীবাজার

কুলাউড়ায় ১০ কোটি টাকার খাসজমি উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

খাস জমি উদ্ধারের পর সরকারি সাইনবোর্ড টানানো হয়। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় এক প্রভাবশালীর দখলে থাকা ২০ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১০ কোটি মূল্যের জমি উদ্ধার করা হয়।

উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া এলাকায় দখলকৃত জমিতে রোকনটিলা নামে একটি ইকোপার্ক নির্মাণ করেছিলেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রোকন। জেলা প্রশাসনের নেতৃত্বে ওই জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সাইনবোর্ড টানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। তাঁকে সহায়তা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক ও পিয়াস চন্দ্র দাস। অভিযানে কুলাউড়া থানার এসআই আমির হোসেন আমু, এএসআই জরিফ উদ্দিনসহ পুলিশ সদস্যরাও অংশ নেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ বলেন, ‘জেলাজুড়ে সরকারি খাসজমি উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। রাঙ্গিছড়া মৌজার ৮৫৪ ও ৮৬৮ দাগে অবৈধ দখলে থাকা ২০ একর খাসজমি উদ্ধার করা হয়েছে। এসব জমিতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রোকন ইকোপার্ক নির্মাণ করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘অবৈধ স্থাপনা অপসারণ করে জমি উদ্ধার করা হয়েছে। জেলায় যেখানে-সেখানে খাসজমি দখলের তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলোও পর্যায়ক্রমে উদ্ধারের জন্য অভিযান চলবে।’

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা