হোম > সারা দেশ > সিলেট

ফেসবুক আইডি হ্যাক করে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার যুবক 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে এক তরুণীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়। এরপর তরুণীর সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট উদ্ধার করে দেবেন বলে টাকা দাবি করেন এক যুবক। বিকাশে একাধিকবার টাকা দিলেও ফেরত মেলেনি হ্যাকড হওয়া ফেসবুক অ্যাকাউন্ট। মোশারফ হোসেন আকিল (২০) নামের এক যুবক এভাবে সিলেটের ওই তরুণীসহ বেশ কয়েকজনের সঙ্গে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিতেন বলে দাবি করেছে সিলেট মহানগর ডিবি পুলিশ।

গতকাল সোমবার রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে তাঁকে আটক গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে হ্যাকিংয়ের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোশারফ রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।

আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সুদিপ দাশ বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সী ব্যক্তির ফেসবুক আইডি হ্যাকের মাধ্যমে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ব্ল্যাকমেল করতেন। 

নগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, রাজধানীর আগপাড়ার মৌসুমি-৬৮ এলাকার রামপ্রসাদ ঘোষ (৫০) ও সিলেটের এক মেয়েসহ বিভিন্ন অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে ফেসবুক হ্যাক করে টাকা দাবি করতেন আকিল। পরে কয়েক ধাপে তাদের কাছে থেকে ওই যুবক ৩ হাজার, ২ হাজার ও দেড় হাজার টাকা হাতিয়ে নেন। দীর্ঘ নয় মাস তাদের সঙ্গে ওই যুবক প্রচারণার আশ্রয় নিয়ে কথা চালালে পরে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেন। এরপর নগর পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সাহায্যে আকিলকে গ্রেপ্তার করা হয়। 

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সুদিপ দাশ বলেন, ‘গ্রেপ্তারকৃত ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করছে।’

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা