হোম > সারা দেশ > সিলেট

সিলেটে নির্মাণাধীন ভবন থেকে স্কুলছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের ওসমানীনগরে বাড়ির পাশে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে দীপা রানী সিংহ (১৪) নামের এক স্কুলছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দীপা রানী সিংহ কুমিল্লার বরুড়া থানার তলাগ্রামের পীযূষ চন্দ্র সিংহের মেয়ে। পরিবারের সঙ্গে তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের দুলিয়ারবন্দের বাসায় ভাড়া থাকত দীপা। সে তাজপুর মঙ্গলচন্ডি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার জানান, গতকাল বুধবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে দীপা। আজ সকালে তাকে শোয়ার ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা-বাবা। পরে পাশের নির্মাণাধীন ভবনের একতলা ছাদে রক্তাক্ত অবস্থায় দীপাকে দেখতে পান তাঁরা। সেখান থেকে উদ্ধার করে তাজপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্রাট তালুকদার বলেন, ‘সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দীপা ওই ভবনে কীভাবে গেল, তাকে ধর্ষণ করা হয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন বলেন, ‘স্কুলছাত্রীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে আমরা কাজ করছি।’

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান