হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

স্বামী হত্যার অপরাধে প্রেমিকসহ স্ত্রীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে স্বামী হত্যার অপরাধে প্রেমিকসহ স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম। 

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তা শেখের মেয়ে মুক্তি খাতুন (২২) ও তাঁর প্রেমিক একই উপজেলার সাইদুল ইসলাম তুষার (২৩)। 

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তা শেখের মেয়ে মুক্তি খাতুনের বিয়ে হয় একই উপজেলার বাড়াবিল গ্রামের জেলহক প্রামাণিকের ছেলে মনিরুল হকের সঙ্গে। বিয়ের আগে থেকেই মুক্তি খাতুনের সঙ্গে সাইদুল ইসলাম তুষারের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও মুক্তি খাতুন তাঁর আগের প্রেমিকের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখেন। এতে বাধা সৃষ্টি করলে প্রেমিক তুষারের সঙ্গে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের ৩ জুন মুক্তি তাঁর স্বামী সাইদুল ইসলামকে সঙ্গে নিয়ে দাদার বাড়ি শক্তিপুরে বেড়াতে যান। রাতে সাইদুল ইসলাম ঘুমিয়ে পড়লে পূর্বপরিকল্পনা অনুযায়ী মুক্তি ও তাঁর প্রেমিক তুষার সাইদুলকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা জেলহক প্রামাণিক বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ মঙ্গলবার এই রায় দেন। 

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩