হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

রেলপথে নাশকতা ঠেকাতে আনসারদের পাহারা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে রেলপথে নাশকতা ঠেকাতে আনসার ও ভিডিপি সদস্যরা পাহারা দিচ্ছেন। দিনরাতে পর্যায়ক্রমে ৮ ঘণ্টা করে ৩৩ সদস্য এ কাজ করছেন। তবে নাশকতা ঠেকাতে তাঁদের লাঠি ও টর্চলাইট ছাড়া কোনো অস্ত্র নেই। 

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্র জানা গেছে, ঝাঐল পূর্বপাড়া থেকে আলোকদিয়ার রেলওয়ে সেতু এবং তাজুরপাড়া রেলওয়ে সেতু থেকে রায়দৌলতপুর-শাহীকোলা রেলওয়ে সেতু পর্যন্ত একজন এপিসিসহ ৯ জন করে আনসার সদস্য পাহারা দিচ্ছেন। এ ছাড়া জামতৈল রেলস্টেশনের প্ল্যাটফর্ম পাহারায় আছেন বাহিনীর পিসিসহ ১৫ সদস্য। 

আনসার ও ভিডিপির পিসি মামুন মণ্ডল বলেন, ‘নাশকতা ঠেকাতে আমাদের লাঠি আর টর্চলাইট দেওয়া হয়েছে। এর পাশাপাশি নিরাপত্তার জন্য হেলমেট ও শটগান দিলে ভালো হতো।’ 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনে আরা পারভীন জানান, তাঁদের সঙ্গে রেলস্টেশনে অস্ত্রসহ পুলিশ বাহিনীর সদস্যরাও আছেন। 

কামারখন্দ উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. হোসনে আরা পারভীন বলেন, আনসার ভিডিপির সঙ্গে স্টেশনে অস্ত্রসহ পুলিশ বাহিনীর সদস্যরাও আছেন। 

জামতৈলের স্টেশনমাস্টার আবু হান্নান বলেন, রেললাইনে নাশকতা ঠেকাতে সরকার এ ব্যবস্থা নিয়েছে। প্রতিদিন আনসার সদস্যদের পাশাপাশি রেলওয়ে পুলিশ ও থানা-পুলিশ স্টেশনে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আনসার সদস্যরা প্রতিদিনই বিভিন্ন স্থানে কাজ করছেন।

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু