সিরাজগঞ্জের কামারখন্দে দাখিল পরীক্ষায় নকল করার দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন নাসরীন ওয়াজেদ মহিলা কলেজ থেকে তাকে বহিষ্কার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সুমা খাতুন।
বহিষ্কার বিষয়টি নিশ্চিত করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সুমা খাতুন আজকের পত্রিকাকে বলেন, নকল করার দায়ে এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে নাসরীন ওয়াজেদ মহিলা ডিগ্রী কলেজের কেন্দ্রে পরিদর্শনে গেলে সেখানে নকল করার দায়ে তাকে বহিষ্কার করা হয়।