হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

মিটফোর্ডে ব্যবসায়ী খুনের প্রতিবাদে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি  

আজ সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার ঘটনায় এবং সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের এস এস রোড হয়ে বাজার স্টেশন এলাকা ঘুরে মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষোভ ও সমাবেশে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সমাবেশে বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের আল ইসলাম সেজান, আব্দুস সবুর তালুকদার, মুনতাসীর মেহেদী হাসান ও আশিক প্রমুখ।

তাঁরা বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং একটি গণতান্ত্রিক পরিবেশ গঠনে সরকারের প্রতি আহ্বান জানান।

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু